করোটিক স্নায়ু (cranial nerves) হল 12 জোড়া স্নায়ু যা মস্তিস্কের ভেন্ট্রাল পৃষ্ঠ এ দেখা যায়। এর মধ্যে কিছু স্নায়ু ইন্দ্রিয় অঙ্গ থেকে তথ্য মস্তিস্কে নিয়ে আসে, কিছু স্নায়ু পেশী নিয়ন্ত্রণ করে, এবং কিছু স্নায়ু গ্রন্থি ও আভ্যন্তরীণ অঙ্গ যেমন ফুসফুস ও হৃত্পিণ্ড এর মধ্যে সমন্বয় সাধন করে।
1. অপটিক স্নায়ু (Optic nerves)
2. অলফ্যক্টরি স্নায়ু (Alfactory nerves)
3. অকুলামোটর স্নায়ু (Oculomotor nerve)
4. ট্রকলিয়ার স্নায়ু ( Trochlear nerve)
5. অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense nerve)
6. ভেগাস স্নায়ু (Vegus nerve)
7. ফেসিয়াল স্নায়ু (Fesial nerve)
8. অডিটরি স্নায়ু (Auditory nerve)
9. ট্রাইজেমিনাল স্নায়ু (Traigeminal nerve)
10. স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু (Spinal Accessory nerve)
11. গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glassopharyngeal nerve)
12. হাইপোগ্লোসাল স্নায়ু (Hypoglossal nerve)
ওহে অপু ওঠ
তামাক টিকা আন
ফেলে আন জল
ভরে আন হুকা
ওহে- অলফ্যক্টরি স্নায়ু
অপু- অপটিক স্নায়ু
ওঠ- অকুলামোটর স্নায়ু
তামাক- ট্রকলিয়ার স্নায়ু
টিকা- ট্রাইজেমিনাল স্নায়ু
আন- অ্যাবডুসেন্স স্নায়ু
ফেলে- ফেসিয়াল স্নায়ু
আন- অডিটরি স্নায়ু
জল- গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
ভরে- ভেগাস স্নায়ু
আন- স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু
হুকা- হাইপোগ্লোসাল স্নায়ু
অপটিক স্নায়ু
কাজ- দর্শনের অনুভুতি মস্তিস্কে প্রেরন করা।
অলফ্যক্টরি স্নায়ু
কাজ- ঘ্রানের অনুভুতি মস্তিস্কে প্রেরণ করে।
ট্রাইজেমিনাল স্নায়ু
কাজ- চাপ,তাপ, স্পর্শ ইত্যাদি অনুভুতি গ্রহণ করে।
অডিটরি স্নায়ু
কাজ- শ্রবন অনুভুতি ককলিয়া থেকে মস্তিস্কে প্রেরণ করে।
গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
কাজ- স্বাদ অনুভুতি মস্তিস্কে প্রেরণ করে।
হাইপোগ্লোসাল স্নায়ু
কাজ- জিহ্বা সঞ্চালনে সাহায্য করে।
ভেগাস স্নায়ু
কাজ- হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর সন্চালনএবং অনুভূতি গ্রহন। এবং বিভিন্ন অঙ্গের সাথে সমন্বয় সাধন করা।
ফেসিয়াল স্নায়ু
কাজ--মুখবিবরের সন্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন, ইত্যাদি এবং আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা।
অকুলোমোটর, ট্রকলিয়া, অ্যাবডুসেন্স স্নায়ু
কাজ- অক্ষিগোলকের সঞ্চালন।
করোটির স্নায়ুর সংখ্যা হল 12 জোড়া। এখন জেনে নেওয়া যাক এই 12 জোড়া করোটির স্নায়ুর নাম গুলি।
1. অপটিক স্নায়ু (Optic nerves)
2. অলফ্যক্টরি স্নায়ু (Alfactory nerves)
3. অকুলামোটর স্নায়ু (Oculomotor nerve)
4. ট্রকলিয়ার স্নায়ু ( Trochlear nerve)
5. অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense nerve)
6. ভেগাস স্নায়ু (Vegus nerve)
7. ফেসিয়াল স্নায়ু (Fesial nerve)
8. অডিটরি স্নায়ু (Auditory nerve)
9. ট্রাইজেমিনাল স্নায়ু (Traigeminal nerve)
10. স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু (Spinal Accessory nerve)
11. গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glassopharyngeal nerve)
12. হাইপোগ্লোসাল স্নায়ু (Hypoglossal nerve)
করোটিক স্নায়ুগুলির নাম মনে রাখার সহজ উপায় (ছড়ার মাধ্যমে)
ওহে অপু ওঠ
তামাক টিকা আন
ফেলে আন জল
ভরে আন হুকা
ওহে- অলফ্যক্টরি স্নায়ু
অপু- অপটিক স্নায়ু
ওঠ- অকুলামোটর স্নায়ু
তামাক- ট্রকলিয়ার স্নায়ু
টিকা- ট্রাইজেমিনাল স্নায়ু
আন- অ্যাবডুসেন্স স্নায়ু
ফেলে- ফেসিয়াল স্নায়ু
আন- অডিটরি স্নায়ু
জল- গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
ভরে- ভেগাস স্নায়ু
আন- স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু
হুকা- হাইপোগ্লোসাল স্নায়ু
করোটিক স্নায়ু গুলির কাজ
![]() |
Credit- study.com |
কাজ- দর্শনের অনুভুতি মস্তিস্কে প্রেরন করা।
![]() |
Credit-wikipedia.org |
অলফ্যক্টরি স্নায়ু
কাজ- ঘ্রানের অনুভুতি মস্তিস্কে প্রেরণ করে।
![]() |
Credit- Drugs.com |
ট্রাইজেমিনাল স্নায়ু
কাজ- চাপ,তাপ, স্পর্শ ইত্যাদি অনুভুতি গ্রহণ করে।
অডিটরি স্নায়ু
কাজ- শ্রবন অনুভুতি ককলিয়া থেকে মস্তিস্কে প্রেরণ করে।
গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
কাজ- স্বাদ অনুভুতি মস্তিস্কে প্রেরণ করে।
হাইপোগ্লোসাল স্নায়ু
কাজ- জিহ্বা সঞ্চালনে সাহায্য করে।
![]() |
Credit-Livescience.com |
ভেগাস স্নায়ু
কাজ- হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর সন্চালনএবং অনুভূতি গ্রহন। এবং বিভিন্ন অঙ্গের সাথে সমন্বয় সাধন করা।
![]() |
Credit-kenhub.com |
কাজ--মুখবিবরের সন্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন, ইত্যাদি এবং আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা।
![]() |
Credit-kenhub.com |
অকুলোমোটর, ট্রকলিয়া, অ্যাবডুসেন্স স্নায়ু
কাজ- অক্ষিগোলকের সঞ্চালন।
2 Comments
ভালো লাগলো
ReplyDeleteThanks to you buddy
Delete